ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম এ সমাবেশে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের

Link Copied!

মুতাসিম বিল্লাহ তানিম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করবো, কিন্তু সেই প্রতিযোগিতা যেন কখনোই হানাহানিতে পরিণত না হয়।” তিনি বলেন, “আমরা বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নির্যাতিত হয়েছি। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে ভ্রাতৃঘাতী লড়াই পরিহার করতে হবে।”

তিনি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারবিরোধী কর্মসূচি পরিচালনার জন্য উদার আহ্বান জানান। মামুনুল হক আরও বলেন, “নিজেদের ভুলে যেন আওয়ামী অপশক্তি আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

আজ বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মুফতী ইব্রাহীম খলিল নোমানী। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জামাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

জনসভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: