ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

Link Copied!

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হাকিমপুর

হিলিতে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালায়ের আয়োজনে পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিরঞ্জন চন্দ্রের সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হিলি প্রেসক্লাব এর সভাপতি মোঃ গোলাম রব্বানী, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা আক্তার মনি, সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম, হিলি উদ্যোক্তা ফোরামের সভাপতি জাকিয়া ডলি, হাকিমপুর মহিলা সমিতির সদস্য, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলাম সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা সম্প্রতি বরগুনায় শিশু ধর্ষণ, মাগুরায় নারী নির্যাতনের শিকার বিষয়ে আলোচনা করেন। সেই সাথে বক্তারা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন বর্তমান সরকারের কাছে। যাতে করে ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়।

এছাড়াও বক্তারা আগামী দিনে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়নে পুষ্টিকর খাবার গ্রহণ ও সু শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: