ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কিন্ডার গার্ডেন বৃত্তি পরীক্ষায় হাকিমপুর উপজেলা পরিষদ শিশু নিকেতন সবার শীর্ষে 

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ
মার্চ ৬, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি ২০২৪ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় হাকিমপুর উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় সবার শীর্ষে। বৃহস্পতিবার( ৬ মার্চ) সকাল দশটায় সারা বাংলাদেশে একযোগে কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। জানা যায়, হাকিমপুর উপজেলার দশটি স্কুল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তার মধ্যে উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯ জন বৃত্তি পেয়েছে। তার মধ্যে ১৩ জন ট্যালেন্টফুল ও ৬ জন সাধারণ গ্রেডে। ফলাফল প্রকাশের পরে বিদ্যালয়ের অধ্যক্ষ এইচ এম আওলাদ মন্ডল ছাত্র-ছাত্রী উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সেই সাথে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীকে গোলাপ ফুলের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বৃত্তি পরীক্ষার ফলাফল বিষয়ে জানতে চাইলে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, বৃত্তি পরীক্ষার ফলাফলের বিষয়টি আমাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন। আমি বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বৃত্তি ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র কুমার, জাহানুর বেগম, সেলিনা পারভিন শান্তা, মনিরা পারভীন, চাঁদ সুলতানা, জয়ন্ত বসাক, সাদ্দাম হোসেন, সামিয়া হক দীপা, হোসনেআরা প্রমুখ। বিদ্যালয়ের এমন ফলাফলে অত্যন্ত খুশি অভিভাবকরা। তারা স্কুলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে। প্রথম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ট্যালেন্টপুলে রামিশা রাওনাক জোহা, ইফতিয়াক সরকার,সাদমান ইসলাম, সাধারণ গ্রেডের শিক্ষার্থী রোহান, দ্বিতীয় শ্রেণি ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন,আঞ্জুমান রিভা, ইজাজুল ইসলাম নীরব, মোনালি রাইয়ান সাজিদ, নুসরাত জাহান মেধা, সাধারণ, আবু তালহা আলিফ। তৃতীয় শ্রেণি ট্যালেন্টপুলে বৃত্তিপ্রপ্তরা হলেন, আওজাব আক্তার খাদিজা, হুসাইন আহমেদ, সাধারণ গ্রেডে উম্মে ফাতেমা। চতুর্থ শ্রেণি সাধারণ গ্রেডে সাদিয়া সরকার। পঞ্চম শ্রেণী ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলেন,ফাতেমা তু জোহরা, অদ্রিজা সাহা, নুসরাত ফারিয়া, রোকেয়া বিন রাইয়ান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: