লিটন আহমেদ কালিহাতী টাংগাইল (প্রতিনিধি)
টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে এবং হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান পরিচালনা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সালাম মিয়া নিখোঁজ হন। তার স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি লেবুর বাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়।
নিহতের স্ত্রী বাছাতন বেগম জানান, “রাতভর খোঁজাখুঁজির পর সকালে আমাদের লেবুবাগানে তার লাশ পাওয়া যায়। আমার স্বামী কারো সাথে শত্রুতা রাখতেন না। তাকে কেন এমন নির্মমভাবে হত্যা করা হলো, বুঝতে পারছি না।”
নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, “আমার বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা তাকে এত নিষ্ঠুরভাবে হত্যা করল, আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “ঘটনার পর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনব।”
এ নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, এমন নৃশংস ঘটনা তাদের এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।