ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় মধ্যরাতে মাটি খেকোদের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ৬টি স্কেভেটর আটক 

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধিঃ
জানুয়ারি ১৬, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামঃ সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে মাটি খেকো চক্র। পাশাপাশি কৃষি জমির টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই মাটি খেকোদের অবৈধ মাটি কাটা। গভীর রাতে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত ৬টি স্কেভেটর আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ৩.৩০ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী, নলুয়া ইউনিয়নের পার্শ্ববর্তী কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬টি স্কেভেটর আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

অভিযানে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও নলুয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। যদি কেউ কৃষি জমির মাটি কাটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: