মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাঃ সাতকানিয়ায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে র্যালীটি শুরু হয়ে সাতকানিয়া পৌরসভার প্রথান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে র্যালি ও আলোচনা সভা সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও স্কুল-কলেজের তরুণ-তরুনীরা অংশ গ্রহন করেন।