ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কৃষককে পেটানো যুবদলের সেই দুই নেতা বহিস্কার

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩১, ২০২৪ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

মামুন রাফী, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর হাতিয়ায় পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে কৃষক ও তার ছেলেকে পেটনোর অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কার হওয়া দুজন হলো বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনি ও একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সাহেদ কামার।

 

সোমবার ( ৩০ ডিসেম্বর ) সকালে নোয়াখালী জেলার যুবদলের দপ্তর সম্পাদক রায়সুল হায়দার বাবুর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিয়া উপজেলার যুবদলের অধীনস্থ বুড়ির চর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। অত্র উপজেলা ও ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বহিষ্কৃত দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

 

এর আগে বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনির বিরুদ্ধে ভূমি দখল, চাঁদা আদায় সহ নানান অনিয়মের অভিযোগ উঠে। সে দীর্ঘদিন ধরে জমির মালিক জসীম উদ্দিনের বর্গা চাষি মোস্তফাকে ধান চাষ করতে বাধা দিয়ে আসছেন এবং তাকে হত্যার হুমকিও দিয়ে যাচ্ছেন। এ নিয়ে বেশ কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ঘটনারদিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর সাগরিয়া পুলিশ ফাঁড়িতে কৃষক জসীম উদ্দিন ও তার ছেলে পল্লী চিকিৎসক রোকাম হোসেন কে পিটিয়ে আহত করে।

 

এই বিষয়ে সদ্য বহিষ্কৃত যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনির সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

এবিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আমিন সুমন বলেন, যেই দলের শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যারা দলের ভাবমূর্তি ক্ষুণ করবে তার দায়িত্ব দল বহন করবেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: