ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই মৌসুম শুরু

বিশেষ প্রতিনিধি:
ডিসেম্বর ১৭, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

বিশেষ প্রতিনিধি:

৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ৩শ ৫০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭ তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার বিকালে ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের পরিচালক অর্থ আবুল কালাম আজাদ ।

এসময় জেলা প্রশাসক ফারজানা সুলতানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

মিলের মাড়াই কার্যক্রম চলবে ৭৫ থেকে ৮০ দিন।

 

মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৮০ দিন মিলটি চালু রেখে ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩ শ ৫০ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্য্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ।

 

উল্লেখ্য, বিগত ২০২৩-২৪ অর্থবছরে মিলটি ৬৫ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৩ হাজার ৭শ ৩৭ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ৭৪ হাজার ৩৫ মেট্রিকটন আখ মাড়াই করে ৪ হাজার ২১ দশমিক ৫০ মেট্রিকটন চিনি উৎপাদন করে। এভাবে লক্ষ্যমাত্রার চাইতে ৯ হাজার ৩৫ মেট্রিকটন বেশি আখ মাড়াই করে লক্ষ্যমাত্রার চাইতে ২ শ ৮৪ মেট্রিকটন চিনি বেশি উৎপাদন করে সারা দেশের সুগারমিলগুলোর মধ্যে ২য় সর্বোচ্চ সফলতা অর্জন করে। তার আগের ২০২২-২৩ আখমাড়াই মৌসুমে ঠাকুরগাঁও সুগার মিল সবাইকে ছাড়িয়ে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে। এবার আখ মাড়াই ও চিনি উৎপাদনের সাফল্যে তারা আগের সাফল্যগুলোকে ছাড়িয়ে যেতে চান বলে আশাবাদ পোষণ করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: