ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দলভারী করতে আ.লীগ নেতাদের প্রশ্রয় দেন যুবদল নেতা এডভোকেট সুমন

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

মামুন রাফী, স্টাফ রিপোর্টার

 

নিজের বলয় ভারি করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ উঠেছে হাতিয়া উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমনের বিরুদ্ধে। বিভিন্ন সময় গোপন আঁতাতের মাধ্যমে তাদেরকে সেল্টার দেয়ার নানা তথ্যপ্রমাণ বেরিয়ে আসছে। আইনজীবী হওয়ার সুবাদে পতিত স্বৈরাচারের সমর্থকদের আইনী সহায়তাও দিয়ে যাচ্ছে তিনি। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 

জানা গেছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হওয়ায় হাতিয়া আদালতে যথেষ্ট প্রভাব বিস্তার করে আসছেন এডভোকেট সুমন। তিনি তমরুদ্দি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচনি করার প্রস্তুতি নিছেন। এজন্য নিজের দল ভারী করতে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজ বলয়ে রেখে আশ্রয় দিচ্ছেন।

 

সাম্প্রতি ফাঁস হওয়া এক অডিওতে শোনা যায় তমরদ্দি ইউনিয়নের যুবলীগ নেতা পিন্টু অপর এক বিএনপি নেতাকে বলেন, ‘এডভোকেট সুমন আমাকে গোপনে মিটিং এ ডেকেছেন। তিনি (সুমন) বলছেন আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে সকলকে আমি সাপোর্ট দিচ্ছি এবং যত মামলা হামলা রয়েছে সবই আমি সেল্টার দিচ্ছি। আমি তমরদ্দি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করবো। আমি তোমাদের সহ যত আওয়ামী লীগ নেতা কর্মী রয়েছে সবাইকে আমি দেখবো। তবুও আমি তমরদ্দি ইউনিয়নে চেয়ারম্যান হতে হবে।’

 

অপর একটি ছবিতে দেখা যায় এডভোকেট সুমন যুবলীগ নেতা পিন্টুর সাথে গোপনে কথা বলছেন। পিন্টু ৭ নং তমরদ্দি ইউনিয়নের যুবলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

তমরদ্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুজনের ছবিসহ অপর একটি পোস্টারে দেখা যায়, সাবেক এমপি মোহাম্মদ ফজলুল আজিমকে হাতিয়ার এমপি হিসেবে দেখতে চান তিনি। যে ব্যানারে এডভোকেট সুমন উদ্দিন ও রয়েছেন। সুজন ৭ নং তমরদ্দি ইউনিয়নের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

এই সব বিষয়ে এডভোকেট নূর হোসেন সুমন জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করতেছে, আমার সাথে কোন আওয়ামী লীগের নেতার সাথে সম্পর্ক নেই। পিন্টুর সাথে এই ছবিটি এক বছর আগ বেকের বাজারের পূর্ব একটা সামাজিক অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়। সেখানে পিন্টুদেরকেও দেয়া হয়। তখন তার সাথে কথা হয়েছে। কিন্তু এখানে কোন গোপন কথা হয়নি।

 

ছাত্রলীগ নেতা সুজনের ব্যানারের বিষয়ে তিনি বলেন, আমি ব্যানার দেখেছি তবে কখনো মনে হয়নি সুজন ছাত্রলীগ কর্মী ছিলো।

 

এসব বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। যদি কেউ ভুক্তভোগী হয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তখন আমরা সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: