ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত।

Link Copied!

 

এসএম নাইমুল ইসলাম জিহাদ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।

কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার গতকাল সোমবার (২৫ নভেম্বর) ভারতের ২০৫০ পিলার এলাকায় আজ সোমবার বিকাল ৪টারদিকে ভারতীয় বিএসএফের গুলিতে রুকন উদ্দিন (৩৬) ও জাকির হোসেন (৩৩)নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানাগেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ সীমান্ত দিয়ে আজ সোমবার বেলা ৪টার দিকে ১২/১৪ জনের একটি চোরাকারবারী দল অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে প্রতিহত করে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলি বিদ্ধ হলেও রুকন উদ্দিন (৩৬) ও জাকির হোসেন(৩৩) নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎক।

আহত রুকন উদ্দিন নেত্রকোনার বাহার হাট্রা গ্রামের আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মো. আজিজুল ইসলাম বলেন, দুইজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরী বিভাগে এসেছে। তাদের মুখে, হাতে ও শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ. এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারীরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সীমান্তে গুলি চালানোর প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: