ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আউলিয়াবাদ বাজারে আগুন পুড়ে ছাই ৯ টি দোকান।

লিটন আহমেদ, কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৪ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

লিটন আহমেদ, কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। রাত সাড়ে ১০টার দিকে বাজারের একটি ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দ্রুত সেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়, ফলে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

 

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রথমে ফার্মেসিতে আগুন লাগে এবং দ্রুত তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

 

ক্ষতিগ্রস্ত দোকান ও আনুমানিক ক্ষতির পরিমাণ:

 

ইমান আলী, ওয়ার্কশপ মালিক: ১৫ লাখ টাকা,

ফরহাদ আলী, টেইলার্স দোকানদার: ২০ লাখ টাকা, আশরাফুল ইসলাম, গ্রিল ওয়ার্কশপ মালিক: ১০ লাখ টাকা, নূরুল আমিন, মোটরসাইকেল মেকানিক: ২০ লাখ টাকা,

কামরুল ইসলাম, বিসমিল্লাহ ফার্মেসীর মালিক: ১ কোটি টাকা, লিটন ফার্মেসী মালিক: ২০ লাখ টাকা, আব্দুল লতিফ, বিদ্যুৎ সরঞ্জাম দোকান মালিক: ৫ লাখ টাকা, মৃত শাজাহান তালুকদারের ডেকোরেশন দোকান বর্তমানে তারছেলে পরিচালনা করেন, ক্ষতির পরিমান ৫ লাখ টাকা।

শাহ আলম, মনোহরি দোকান মালিক: ৩ লাখ টাকা

 

প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৯৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকার মধ্যে হতে পারে।

 

এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমানে নিঃস্ব। তাদের পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তার আশু প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: