মুশফাকুর রহমান সিলেট বিয়ানীবাজার প্রতিনিধি
যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১লা নভেম্বর) বাদ মাগরিব দক্ষিণ বিয়ানীবাজারস্থ এক অভিজাত পার্টি সেন্টারে শাখা সভাপতি মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কুরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন পাঠাগার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম। সভাতে বিবিধ বিষয়ে আলোচনা হয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী ২১শে নভেম্বর যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার কাউন্সিল ও কর্মী সম্মেলন বিয়ানীবাজার নিউ মুস্তফা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। এবং কাউন্সিল ও কর্মী সম্মেলন সফল করতে অধীনস্থ ইউনিয়নসমূহে দাওয়াতি সফর অনুষ্ঠিত হবে।
এছাড়া এসময় সভায় উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ নিজেদের সদস্য ফরম নবায়ন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম, হাফিজ আব্দুল ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, সহসাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হাসান, অর্থ সম্পাদক মুস্তফা আল মাসুদ শাহীন, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ, সমাজ সেবা সম্পাদক মাওলানা শামিম আহমদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, তাহিদ আল হোসাইন।