ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ওজাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ওজাবের কার্যক্রমকে আরো দায়িত্বশীল ভূমিকায় নেয়ার প্রত্যাশা

স্টাফ রিপোর্টার: আতিকুর রহমান।
অক্টোবর ১৩, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার: আতিকুর রহমান।

ঝাঁকজমকপূর্ণ আয়োজনে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়।

অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (ওজাব) এর প্রেসিডেন্ট রহীম শাহ এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজী’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ আলমগীর হোসেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জাওহার ইকবাল খান, ওজাব-এর উপদেষ্টা ও বিশিষ্ট সংগঠক এ্যাড. শাহিদা রহমান রিংকু, ওজাব-এর সিনিয়ার ভাই প্রেসিডেন্ট মোঃ হাসান আলী রেজা দোজা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ওজাব-এর ভাইস প্রেসিডেন্ট আঞ্জুমান আরা শিল্পী, বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ মঞ্জুর হোসেন ঈশা, ওজাব-এর যুগ্ম মহাসচিব মোঃ আল-আমিন শাওন, মোঃ কামরুজ্জামান আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাফি, দপ্তর সম্পাদক মোঃ মেসবা উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা রোকসানা পারভীন রুবি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুপক চৌধুরী, মহানগর কমিটির নির্বাহী সদস্য খাইরুল ইসলাম বাবু প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, ওজাব-এর কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে আহবায়ক ও মোঃ ছানাউল্লাহ’কে সদস্য সচিব করে ওজাব-এর ঢাকা মহানগর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে বার্তা প্রবাহের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শাহানাজ হীরাকে মুন্সীগঞ্জ জেলা ওজাব-এর আহবায়ক ও বাংলাদেশের আলোর মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদকে পটুয়াখালী জেলা ওজাব-এর আহবায়ক ঘোষণা করা হয়।

দায়িত্বপ্রাপ্ত আহবায়কদের আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদানের জন্য দিক নির্দেশনা দেয়া হয়।

অনুষ্ঠানে ওজাব সদস্যর বাইরেও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সংগঠক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত থেকে ওজাব-এর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা ওজাব-এর কার্যক্রম-অনলাইন সাংবাদিকতার প্লাটফর্মকে আরো দায়িত্বশীল ভূমিকায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

সাংস্কৃতিক আয়োজন ও সবশেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: