লিটন আহমেদ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
কালিহাতী উপজেলা বিএনপির উদ্যােগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) কালিহাতী উপজেলার কুচটি বাজার বাংড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।
কর্মী সভায় বক্তব্য রাখেন,পেশাজীবী নেতা ডাঃ শাহআলম তালুকদার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল,ডাঃ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম এ খালিদ, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী,উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা বেগম, বিএনপি নেতা মির্জা জাহাঙ্গীর ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম ও রাশেদুল ইসলাম রতন প্রমুখ।