সাঁথিয়া প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে শহীদ আবু সাঈদ স্পোটিং ক্লাবের সাইনবোর্ড ভাঙচুর অভিযোগ পাওয়া গেছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
৫ ই আগষ্ট স্বৈরাচার সরকার পতনের পর রংপুরে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের স্মরণে ১০ আগষ্ট ২০২৪ বিষ্ণুপুর ছাত্র ও নাগরিক সমাজের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্পোটিং ক্লাব নামে একটি স্পোটিং ক্লাব গঠন করা হয়।
একই গ্রামে পূর্বে স্থাপিত ওহাব লতিফ স্মৃতি ক্রিয়া সংঘ গঠিত হয়ে আসছিল।
২০ সেপ্টেম্বর বিকেলে দুই ক্লাবের মদ্ধে জার্সি নিয়ে বিবাদ বাঁধে।
শহীদ আবু সাঈদ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম জলিল বলেন এর আগে শহীদ আবু সাঈদ স্পোটিং ক্লাবের সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান ধরনের উস্কানিমূলক ও হয়রানি মূলক মন্তব্য করে আসছিল।
পরবর্তীতে ২০ সেপ্টেম্বর স্থানীয়রা জানায় কিছু দুষ্কৃতিকারীরা রাতের কোন এক সময় শহীদ আবু সাঈদ স্পোটিং ক্লাবের সাইনবোর্ড ভাঙচুর করে।
এরই প্রেক্ষিতে সাঁথিয়া থানায় ২৯ জনের নামের একটি লিখিত আকারে অভিযোগ করা হয়।