ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালুখালীতে প্রতিপক্ষের হামলায় ১০ লক্ষ টাকা লুট ও বসতবাড়ী ভাংচুর

মোঃ লালন শেখ (রাজবাড়ী)
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৭:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ লালন শেখ
(রাজবাড়ী)

রাজবাড়ীর কালুখালীতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় , শনিবার সকাল ৮ টার দিকে লাড়ীবাড়ী বাজারে উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামের মাংস ব্যবসায়ী জাহিদ হোসেন এর সাথে আরেক মাংস ব্যবসায়ী আঃ রব বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপযায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে জাহিদ হোসেন আহত হলে তার স্ত্রী বেদেনা বেগম তাকে নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর আঃ রব বিশ্বাস তার লোকজন নিয়ে জাহিদ হোসেনের বাড়ীতে ভাংচুর করে।

রবিবার সকাল ১০ টার দিকে সরেজমিনে পরিদর্শনে গেলে জাহিদ হোসেন এর স্ত্রী বেদেনা বেগম অভিযোগ করে বলেন, বাজারে আমার স্বামীর উপর হামলা করলে আমি আমার স্বামীকে নিয়ে পাংশা হাসপাতালে যাই। এসময় বাড়ীতে কেউ না থাকার সুবাদে একই গ্রামের মৃত হাকিম বিশ্বাসের পুত্র আঃ রব বিশ্বাস, শহিদুল ইসলাম, রফিক বিশ্বাস, সফিকুল বিশ্বাস এছাড়াও আসাদ, অংকন, সাব্বির, মারুফ, সুজাত, আজাদ সকলে মিলে আমার বাড়ীতে হামলা চালায়। এসময় আমার বাড়ীঘর ভাংচুর করে, আসবাবপত্র ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করি প্রশাসন এর সঠিক বিচার করবে।

অভিযুক্ত আঃ রব বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিদের  বাড়ীতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাহিরে আছি। কোথাকার কে আপনাদের সাথে কিসের সাক্ষাৎ আপনার সাথে পরে কথা হবে।

এ ব্যাপারে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: