ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ 

Link Copied!

মুতাসিম বিল্লাহ তানিম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম।

কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর এলাকা থেকে ০১ হাজার ০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ০১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বাবুল মিয়া (৩২) ২। মোছাঃ মর্জিনা খাতুন (৪৩)।

গত রবিবার (২০ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামস্থ গ্রেফতারকৃত আসামি মর্জিনা খাতুন এর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

রৌমারী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে রৌমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ০১ হাজার ০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকা জব্দ তালিকা মূলে উদ্ধারসহ মাদক কারবারি মোঃ বাবুল মিয়া (৩২) ও মোছাঃ মর্জিনা খাতুন (৪৩) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রৌমারী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে জানা যায়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: