আলিফ শেখ শরীয়তপুর সদর
"কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো" ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলো জ্বলবো" এই স্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, শরীয়তপুর জেলা শাখার আয়োজনে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় স্থান শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা'২৪ উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা জনাব হারুনুর রশিদ রাফি । তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সময়ে আমাদের প্রয়োজন যোগ্য মানুষ, তাই নিজের যোগ্যতা বৃদ্ধির জন্য আজ থেকেই আমাদের নিজের যোগ্যতা বৃদ্ধির পেছনে মনোনিবেশ করা উচিত। নিজের লক্ষ্য নির্দিষ্ট করে নিজেকে তৈরী করতে হবে।আর সেই স্বপ্নকে লালন করে দেশের জন্য যোগ্য নাগরিক তৈরী করতে কিশোর কন্ঠ পাঠক ফোরাম বদ্ধ পরিকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক সহকারী সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান তাসনিম বিল্লাহ, মাদারীপুর জেলা চেয়ারম্যান রিফাত হোসাইন
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী, ডা. রফিকুল ইসলাম মামুন, মোঃ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট দেওয়ান ছিদ্দিক আহম্মদ, অ্যাডভোকেট রাশেদ খান, ড. আমিনুল ইসলাম, কাহেদ নজরুল ইসলাম সহ আরো স্কুল প্রতিনিধিবৃন্দ ।
উল্লেখ্য- এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় শরীয়তপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৩৩২ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ২০৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট তুলে দেন এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। বৃত্তি পরীক্ষা পাঠ্যপুস্তকের সিলেবাস অনুযায়ী হওয়ায় তা আমাদের একাডেমিক পড়াশোনায় ভিন্নমাত্রা তৈরি করেছে।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত