আলিফ শেখ শরীয়তপুর
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট থানা শাখা (এসপিআই) স্টুডেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্ট। খেলাটি অনুষ্ঠিত হয় দেওভোগ ভাটার মাঠ আটং , শরীয়তপু শনিবার ১ মার্চ বিকাল ৩ ঘটিকার সময় ক্রিকেট ফাইনাল খেলা ২০২৫ অনুষ্ঠিত হয় । এই খেলায় দুটি দল আদর্শ ছাত্রাবাস বনাম বুড়িহাট যৌথ যাত্রাবাস অংশগ্রহণ করে ।
ম্যাচে আদর্শ ছাত্রাবাস এর দেওয়া ১১৭ রান টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪৬ রানের অল আউট হয়ে হার মানে বুড়িরহাট যৌথ ছাত্রাবাস । প্রথমবারের চ্যাম্পিয়ন হয় আদর্শ ছাত্রাবাস সানির দল।
ফাইনালে অতিথি ছিলেন,
ইসলামী ছাত্রশিবি এস পি আই থানা শাখার সভাপতি নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি আই থানা শাখা সেক্রেটারি তারেক রহমান । কিশোর কন্ঠ এস পি আই ক্লাব এর সভাপতি ইমরান রহমান ।
খেলা পরিচালনায় ছিলেন সম্পাদক মুমিদিন ইসলাম। খেলা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনায় ছিলেন সজিব, মুস্তাফিজ, জাহিদুল ইসলাম সহ আরো অনেকেই।
অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি সুস্থ সাংস্কৃতি ও ক্রিড়াঙ্গনে অংশগ্রহণ করতে হবে। ইসলামী ছাত্রশিবির এস পি আই থানা শাখা কর্তৃক আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের যারা আয়োজন করেন তাদের প্রশংসা করেন। আগামীতে শিশুকিশোরদের এমন আয়োজনে অংশগ্রহণের উদ্ধুদ্ধ করে বলেন, প্রতিযোগিতার এই বিশ্বে শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ক্রিড়াঙ্গনের বিভিন্ন প্রতিযোগিতায় দৃঢ়তার অংশগ্রহণ করে সফলতার আনতে হবে।