মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার থিরপাড়া গ্রামে উরশের বাউল গান ও অশ্লীল কার্যক্রমের প্রতিবাদে স্থানীয় তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার ঘড়িষার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে।মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আরিফুল্লাহ সিদ্দিকী, মাওলানা জুবায়ের, হাফেজ মাওলানা আবু আলেম, কাউসার হাওলাদার এবং মাওলানা মাহমুদুল হাসান। সমাবেশে বক্তারা উরশের নামে বাউল গান ও অশ্লীল কার্যক্রমের তীব্র নিন্দা জানান এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে মাওলানা আবুল বাশার সমাপনী বক্তব্য প্রদান করেন এবং মাওলানা মাহমুদুল হাসানের দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত