শরীফ মিয়া স্টাফ রিপোর্টার
জামালপুর ইসলামপুর পৌরসভা টংগের আলগা ধন্না পাড়া গ্রামের এক দরিদ্র পরিবার থেকে জন্মগ্রহণ করে বাক প্রতিবন্ধী সুমন শেখ (২৫)। পিতা পুত্র উভই প্রতিবন্ধী। এই বাক প্রতিবন্ধী সুমনকে গ্রামের একটি ব্রাক স্কুলে লেখাপড়া করতে দেওয়া হয় অনেক কষ্টে ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল। তাতেই কিছু জ্ঞান অর্জন করেছে তার সাথে কোন লোক যদি কথা বলার ইচ্ছা করে সে মুখে কিছু বলতে পারেনা মাটিতে বা কাগজে লিখে দিলে এই সুমন বুঝতে পারে। পরবর্তীতে তার লেখার উত্তর মাটিতে বা কাগজে মাধ্যমে উত্তর দেয়। তার হাতের লেখা অতি সুন্দর সবার সাথে আচার-আচরণ খুবই ভালো। বর্তমানে ইসলামপুর পৌরসভা প্রত্যেকদিন জেয়ে জন্মনিবন্ধন অন্যান্য কাগজপত্র। নিয়ে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের কাছে সই করিয়া সাধারণ মানুষের হাতে বুঝিয়ে দেয়। এর মাধ্যমে সুমনকে খুশি হয়ে যে অর্থ দেয় সেটা দিয়ে তার সংসার চলে না। এই ছেলেটির পতি প্রশাসন সুদৃষ্টি দিলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত