ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিশু ফায়েজ হোসেনের পুকুরে ডুবে মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কোটচাঁদপুর, ঝিনাইদহ:
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

কোটচাঁদপুর, ঝিনাইদহ:

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদাহ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই বছর বয়সী শিশু ফায়েজ হোসেনের।

শিশু ফায়েজ খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের একমাত্র ছেলে। পরিবারের সদস্যরা জানান, শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ স্কুলের সামনে থাকা পুকুরে ভেসে থাকতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এলাকায় শোকের ছায়া

শিশুর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির চাচা রাজিব হোসেন জানিয়েছেন, এই ঘটনায় পুরো পরিবার হতবাক এবং শোকাহত। তারা জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা।

থানার তদন্ত

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর জানান, এখনও এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে তিনি জানিয়েছেন, সংবাদ পাওয়ার পর তদন্ত শুরু করেছেন

এ ঘটনাটি এলাকার জন্য এক গভীর দুঃখের বিষয় এবং শিশু ফায়েজের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: