সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে দুটি শিক্ষা প্রতিষ্ঠান সফর করেছেন যুক্তরাজ্যের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষক-শিক্ষার্থী। যুক্তরাজ্যের দিআইবিডি পার্টনারশিপ গ্রুপের উদ্যোগে বৃটেন সরকারের অর্থায়নে এডুকেশন কালচার পরিবর্তনের শিক্ষা মূলক উদ্যেশ্যে এই শিক্ষাসফরে আসে বৃটেনের এ একাডেমি। ছাতক উপজেলার রাধানগর সরকারি প্রথমিক বিদ্যালয় ও রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ভিজিট করেছে যুক্তরাজ্যের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ২০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক প্রতিনিধি রাধানগর সরকারি প্রথমিক বিদ্যালয় ভ্রমণে আসেন। এ সময় তারা প্রথম শ্রেনী ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের সাথে ক্লাসে অংগ্রহন করেন। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ও দিআইবিডি পার্টনারশিপ গ্রপের পক্ষ থেকে রাধানগর সরকারি প্রথমিক বিদ্যালয়ে তিনটি ল্যাপটপ ও দুইটি প্রজেক্টর উপহার প্রদান করা হয়। এসময় প্রতিনিধি দলের সাথে ছিলেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ভাইস প্রিন্সিপাল আশরাফ খান, মিস ইমিজিন, ছাতক রাধানগর গ্রামের মরহুম হাজী আহমদ আলীর পুত্র মিশন ডিরেক্টর মাহবুব নুর মেবস, স্টুডেন্ট এন্ড পেরেন্স লিয়েজন অফিসার মুহি মিগদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান, শিক্ষিকা রোকেয়া বেগম, গীতা রানী পাল, ছাতক প্রেসক্লাবের সাবেক সদস্য নজির আহমদ, শিক্ষিকা পূরবী ব্যানার্জি, হামিদা বেগম প্রমুখ। বিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তরাজ্যের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ভাইস প্রিন্সিপাল আশরাফ আলী ও মিশন ডিরেক্টর মাহবুব নুর মেবসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে দুপুর একটার সময় রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় যান এ প্রতিনিধি দল। এ সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ভাইস প্রিন্সিপাল আশরাফ খান, মিস ইমিজিন, ছাতকের রাধানগর গ্রামের মরহুম হাজী আহমদ আলীর পুত্র মিশন ডিরেক্টর মাহবুব নুর মেবস, স্টুডেন্ট এন্ড পেরেন্স লিয়েজন অফিসার মুহি মিগদার, রাধানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিসবাহ চৌধুরী, সমাজসেবক মাস্টার আব্দুল বাসিত। উপস্থিত ছিলেন, আব্দুস সুবহান, মাস্টার আশরাফুজ্জামান রিপন, ক্বারী ফয়ছল আহমদ, ছাতক প্রেসক্লাবের সাবেক সদস্য নজির আহমদ, মাওলানা আব্দুল্লা আল মাসুদ। যুক্তরাজ্যের প্রতিনিধি দলের পক্ষ থেকে রাধানগর গ্রামের মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার তিনটি ল্যাপটপ, ২টি প্রজেক্টর, ২২০ টি-টিশার্ট প্রদান করা হয়।##
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত