মোঃ ইমরান হোসেন খুলনা প্রতিনিধি :-
ডুমুরিয়া উপজেলার ৪ নং খর্নিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিংগা নদীর অবমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচিতে নৃশংস হামলার ঘটনা ঘটেছে বলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা, জানিয়েছেন, মারত্বক আহত ৪ জনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।এঘটনায় মামলার জন্য ডুমুরিয়া থানার ওসি বরাবর মারাত্বক আহত মহিব্বুর (৩৬) পিতা ইমান আলী মোল্লা গ্রাম টিপনা এর ভাই ইনামুল হক বাদী হয়ে আবেদন করেছে। মামলা রেকর্ড হয়েছে কি-না শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। মামলার আবেদন সূত্রে জানা গেছে ১৫।২।২৫ শনিবার সকাল ১১:৩০ মিঃ সময় ডুমুরিয়া উপজেলার ৪ নং খর্নিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিংগা নদীর অবমুক্ত করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি শেষে টিপনা গ্রামের পুরাতন গেইট সংলগ্ন বালিয়া খালী হাসান পুর রাস্তার উপর মানববন্ধনে অংশ গ্রহণকারীরা অবস্থান করার সময় পার্শ্ববর্তী মেছাঘোনা গ্রামের রুহুল আমীন শেখের পুত্র ১নং আসামী রবিউল শেখ (৪৬)একই গ্রামের মজিদ শেখের ২ পুত্র ২নং আসামি বাচ্চু শেখ (৪৫) ৩নং আসামি মনির শেখ(৩৮) উখড়া গ্রামের হালিম মোড়লের পুত্র ৪নং আসামী হুমায়ুন (৪২) আরশাদ শেখ এর পুত্র৫নং আসামী ওলিয়ার(৪৮) মোফাজ্জেল মোড়লের পুত্র ৬নং আসামী মোফিজ (৪৮) সহ আরো ৮।১০ জন সশস্ত্র হামলা চালায়। হামলায় মহিব্বুর ৩৬ পিতা ইমান আলী মোল্লা, আতাউর গাজী ৫০ পিতা মৃত পীর আলী গাজী মনিরুল শেখ ও জয়নাল শেখ পিতা মাহমুদ শেখ গ্রাম টিপনা চাইনিজ কুড়াল লোহার রডের আঘাতে মারাত্বক আহত হয়।এর মধ্যে মহিব্বুরের মাথায় কুড়াল দিয়ে কোপ মারলে মাথা সরিয়ে নিলে বাম চোয়ালে লেগে মারাত্বক আহত হয়। এসময় গ্রাম বাসী এগিয়ে আসলে আসামীরা চলে গেলে গ্রাম বাসী আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে দোষী দের শাস্তি দাবি করেছে।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত