মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
বুধবার ১২ই ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের তিন দিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ হাসিবুল হোসেন হাওলাদার(ভারপ্রাপ্ত)এর সভাপতিত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার এবং শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব মো:মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা শিক্ষা অফিসার জনাব আশরাফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর থানা অফিসার ইনচার্জ জনাব মাসুদ খান।
এ সময়ে অতিথিগণ মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের শেষ অংশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।