কলমে মোঃ রেয়াজুল আলম মিঠু
নামটি তবে দিলেম আমি
কাব্যরসের রানী।
খাঁটি মধুর মিস্টি
সে যে তৃপ্ত হৃদয়খানি।
কোকিল কন্ঠি শব্দ ধ্বনি
বাড়ায় যে মোর পাগলামি।
ইচ্ছে করে আকাশ থেকে চঁন্দ্রটাকে
ছিনিয়ে নিয়ে তোর কপালে দেই পড়িয়ে।
রুপবতী মায়াবী তোর মুখশ্রী
চোখে গভীর প্রেম।
তোর হৃদয়ে অভ্যন্তরে
শুন্য ভূমি পেলে।
সাতরিয়ে পাড়ি দিতেম
মহাসমুদ্র ব্রহ্মপুত্র নদী।
দূরদেশী ইচ্ছে তুমি
অধরা এক কবিতা প্রেমী
ভালবাসার কাব্যসোনা
আমায় কর ক্ষমা।
মনের ভিতর এক কিঞ্চিৎ
শুন্য জমিন পেলে ভালবাসার
মূল্য দিয়ে নিতেম আমি কিনে।
স্বর্গরাজ্য বানিয়ে দিতেম
তোর ছোয়া পেলে।
শুধু তুই চাইলে জীবন মরণ
তোর কবিতায় থাকব পাশাপাশি।
তোর আকাশে সাজিয়ে
দিতেম সাতরঙা রংধনু
স্বপ্নময় এক অনন্য পৃথিবী।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত