মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম: সাতকানিয়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিল্টন বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কে এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেব নাথ সহ-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা মাঠ প্রাঙ্গনে পিঠা উৎসবে ২০টি স্টলে সাতকানিয়ার বিভিন্ন উদ্যোক্তরা অংশগ্রহণ করেন। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব। এই উৎসবে রয়েছে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, কাঠাল পিঠা, খোলা জালি পিঠা, জামাইবরণ পিঠা, গোলাপফুল, তালের কলাপাতা, হাসের চপ, সাঁঝ পিঠা, শিম ফুল, বিনি চাউলের পিঠা, মুঠি পিঠা, ভাপাপিঠা, তারা পিঠা, গ্রাম-বাংলা পিঠা, ঝিঙা পিঠা, সেমাই পিঠা। এছাড়াও পিঠা উৎসবে চটপটি ফুসকা ও নানা স্বাদের নানা নামের গ্রামীন সব পিঠার আয়োজন রাখা হয়েছে।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত