ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন 

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি: 
জানুয়ারি ১৬, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাঃ সাতকানিয়ায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে ধারণ করে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিল্টন বিশ্বাস। বিজ্ঞান মেলা উদ্বোধনের পর তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন।

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী স্টল পরিদর্শনকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সহায়ক ভূমিকা পালন করবে।

মেলায় উপজেলার হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প প্রদর্শনী এবং উদ্যোক্তাদের ৬টি স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীরা স্মার্ট উপজেলা নির্মাণ, পরিবেশবান্ধব শহর গঠন, সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি পূরণ ইত্যাদি বিষয়ে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এ প্রদর্শনীগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তি উদ্ভাবনের প্রতিভা সবার নজর কাড়ে।

মেলার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল “জুলাই বিপ্লব ২০২৪”-এর উপর চিত্র প্রদর্শনী, যা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে আয়োজন করা হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং আন্দোলনের চেতনাকে সম্মান জানানো হয়। একই সঙ্গে “মীর মুগ্ধ পানি কর্নার” এর উদ্বোধন অনুষ্ঠানও মেলাকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ তহীদুল ইসলাম মাছুম, রাফি, জোবায়ের, রায়হান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: