ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানবতার ফেরিওয়ালার গল্প

মোঃ লিটন আহমেদ (দয়াল চান)
ডিসেম্বর ৩১, ২০২৪ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মানবতার ফেরিওয়ালার গল্প

মোঃ লিটন আহমেদ (দয়াল চান)

 

দেশের জন্য কত মানুষ

করে কত কাজ,

তেমন একজন মানুষের কথা

বলবো আমি আজ।

 

কালিহাতী উপজেলার আমজানী গ্রামে

সেই মানুষ টার বাড়ি,

কর্ম জীবনের বহু পথ

দিয়েছেন তিনি পাড়ি

 

বিনা স্বার্থে হাজারো মানুষের

দিয়েছেন চিকিৎসা সেবা

তাই তো তাকে সবাই বলে

কালিহাতীর ফেরিওয়ালা।

 

গরিব দুঃখী মানুষের জন্য

তার হৃদয় ভরা মায়া,

তাই তিনি বৃক্ষ হয়ে সবাইকে

দিয়ে যাচ্ছেন ছায়া।

 

অপকর্ম, দুর্নীতি আর অন্যায়ের কাছে

কভু তিনি করে না মাথা নত,

দুষ্ট আর অন্যায়কারীরা

তার হুংকারে হয় ভীত

 

তাহার ছোয়ায় হাজারো পথভ্রষ্ট মানুষের

জীবন যেভাবে হয়েছে আলোকিত,

তেমনি করে কালিহাতী কে তিনি

পুরোনো ঐতিয্য ফিরিয়ে গড়বে সোনার মত।

 

কবিতার সুরে যার বর্ণনা আমি দিচ্ছিলাম

তিনি আর কেউ নন

আমাদের কালিহাতী উপজেলার গর্ব।

ড্যাব নেতা মোঃ ডাঃ অধ্যাপক শাহ আলম তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: