মোঃরুবেল মিয়া
স্টাফ রিপোর্টার।
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোশিয়েশন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬ সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। যাদের মধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন এবং সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন এক নারী সদস্য প্রার্থী। বাকি একটি সদস্য পদে ১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এক সদস্য পদ প্রার্থী।
শনিবার ( ২১ ডিসেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এরআগে গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলার প্রেক্ষিতে স্থগিত হয়ে যায় সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচন।
নির্বাচনী ফলাফল থেকে জানা যায়, সদস্যপদে অনুষ্ঠিত নির্বাচনে ৩৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন
জাতীয়বাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (জেটেব) এরটাংগাইল জেলার এর সহ-সভাপতি মোঃমাহফুজ মল্লিক টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জাপুর উপজেলা ছাএদলের সদস্য সচিব মোঃহাবিবুর রহমান পেয়েছেন ২৪ ভোট। এছাড়া নারী সদস্য পদ প্রার্থীদের মধ্যে শেফালী নাজিম ও ফিরোজা বেগম সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারিতে বিজয়ী হয়েছেন খঃ শেফালি নাজিম।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃহাবিব সিকদার,ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃফারুক হোসেন সম্রাট,নাজমুল সিকদার ও মোঃআফজালুর রহমান দুলাল,নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন বলেন ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আজকে দুই সদস্য পদে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক স্থগিত হওয়া দুই পদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত