মোহাম্মদ তৈয়ব ইউনুস
রোহিঙ্গা জাতির পক্ষ থেকে বাংলাদেশিদের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
১৯৭১ সালের সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং বাংলাদেশের সকল মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা।
মাওলানা ভাসানীর স্বাধীনতার চেতনা এবং ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধে ওই বছরই ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাসের লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানুষ অর্জন করেছে কাঙ্ক্ষিত বিজয়। এই বিজয়ে পেয়েছে একটি সার্বভৌম দেশ, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা। পেয়েছে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে নিজেদের অস্তিত্ব আর মর্যাদা। বিজয়ের আনন্দঘন এ দিনে আমাদের পক্ষ থেকে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীদের জানাই বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন।
পৃথিবীতে একমাত্র নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠি হলো রোহিঙ্গা জাতি। আমরা আশা করি রোহিঙ্গা সমস্যা সমাধান হবে একমাত্র ১৬ই ডিসেম্বর মতো একটা বিজয়ের দিন দিয়ে। আমরা বাংলাদেশের সরকার এবং জণগণের সহযোগিতা কামনা করি। বাংলাদেশের সরকারের সহযোগিতা ছাড়া আমরা কখনো সফল হতে পারবো না। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা নিজের দেশে ফিরে যাবার জন্য সবার সহযোগিতা কামনা করি।
বাংলাদেশ জিন্দাবাদ
Arakan Rohingya Rights Council
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত