বিজয় দিবসে হাতিয়ায় সহক
মামুন রাফী, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস।
১৬ই ডিসেম্বরের (সোমবার) দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় হাতিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমান উল্লাহ এবং হাতিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনিরুজ্জামানসহ সকল অফিসার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমান উল্ল্যাহ বলেন, ১৬ ডিসেম্বর বিজয় মহান দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয় ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষ ভাবে পালিত হয়। এই দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আমরা স্বাধীন একটি দেশ পাই।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত