ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ 

Link Copied!

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের ১৫০ জন শীতার্ত জনসাধরনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।১২ ডিসেম্বর ২০২৪ তারিখ ১২:৪০ ঘটিকায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেন ও ইউনিটের সকল সদস্য।

 

উল্লেখ্য, প্রতি বছর অত্র ব্যাটালিয়ন কর্তৃক ইউনিটের পার্শ্ববর্তী গ্রামের স্থানীয় লোকজনকে এই ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এই শীতেও এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বলেন, ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ও একই কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: