মোঃলিটন আহমেদ, কালিহাতী প্রতিনিধি
টাংগাইলের কালিহাতী তে বি এন পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতি ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই ( নভেম্বর) শনিবার বিকেলে গোপাল দীঘি হাই স্কুল মাঠে,পাইকরা ইউনিয়ন বি এন পির আয়োজনে জন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাইকরা ইউনিয়ন বি এন পি র সভাপতি তাইবুর রহমান ( তোতা র) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগে সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ ( টিটু) প্রদান অতিথির বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানু জ্জামাল ( শাহীন) বিশেষ অতিথি ছিলেন টাংগাইল জেলা বি এন পির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ( সানু) কালিহাতী উপজেলা বি এন পি র সভাপতি নজরুল ইসলাম (শোভা) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভি পি) রফিক,সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া, উপজেলা যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ( মোল্লা)সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বি এন পি র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।