গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দুপুরে উপজেলার মাহানপুরের লক্ষীপুর সিডিপি কার্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির আয়োজনে র্যালী, আলোচনা, খেলাধুলা ও সেরা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এর আয়োজন করে।
গুড নেইবারস্ বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন মন্ডল।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম আলী, সিডিপি মেডিকেল অফিসার ডা. মেরাজুল ইসলাম, সিডিপি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, ইয়ুথ লিডার সামিরা আক্তার, ভলান্টিয়ার স্মৃতি আক্তারসহ আরও অনেকে। সমাজে শান্তি ও অধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা, আদর্শ সমাজ বিনির্মাণে যুবাসহ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে খেলাধুলায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবকরাই বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে থাকেন। দেশের প্রয়োজনে যুবকরা যে কোনো দুর্যোগ ও দুঃসময়ে স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে জনকল্যাণমূলক কাজে অংশ নেন। এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত