ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার দাফন সম্পন্ন

লিটন আহমেদ কালিহাতী (প্রতিনিধি) 
নভেম্বর ২৪, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

 

লিটন আহমেদ কালিহাতী (প্রতিনিধি)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

 

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে শ্রদ্ধা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হুসেইন। পরে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

 

জানাজা ও শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে তার নিজ গ্রাম রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোজাম্মেল হক হিরো,সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং হাজারো সাধারণ মানুষ।

 

উল্লেখ্য, দীর্ঘ দেড় মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানের স্মৃতিচারণ করে উপস্থিত সবাই তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনদরদী নেতা হিসেবে উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: