মোঃ লিটন আহমেদ কালিহাতী প্রতিনিধ,
অভিভাবক সমাবেশ,অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন ফেরদৌস আলম ফিরোজ, প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজ, বিশেষ অতিথি লায়ন পারভীন ফিরোজ, দাতা সদস্য লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ, সভাপতি মোহাম্মদ শাহজাহান কবীর, অধ্যক্ষ লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ,উপস্থিত ছিলেন অএ কলেজের শিক্ষক শিক্ষিকা উক্ত অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য করেন কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর, এই কলেজের ছাত্র ও ছাত্রীর ভালো রেজাল্ট করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন কলেজ শেষে বাড়িতে যাওয়ার পর খেয়াল রাখতে হবে আড্ডা মোবাইল দেখা অপ্রয়োজনে বাহিরে থাকা আপনাদের খেয়াল রাখতে হবে একদিন এরাই ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে শিক্ষক শিক্ষিকা হবে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আমরা হয়তো শিক্ষক শিক্ষিকা হিসেবে সম্মান পাব তাই আপনাদের ছেলে মেয়ের পড়াশোনার দিকে নজর রাখতে হবে বক্তব্য শেষে।
শর্তাবলী
*নিয়মিত ক্লাসে থাকবো
*বিনা প্রয়োজনে অনুপস্থিত থাকলে পরের দিন অনুপস্থিত ফি ২০ টাকা প্রদান করতে বাধ্য থাকবে,
*ক্লাসে শতকরা ৯০ দিনের নিচে অনুপস্থিত থাকলে পরিক্ষায় অংশগ্রহণ করা যাবেনা,
*আমি বাড়িতে গিয়ে কমপক্ষে ৪ থেকে ৫ ঘন্টা পড়াশোনা করবো
*কোন সময় শিক্ষকগণ হোমভিজিটে গিয়ে আমাকে পড়া-লেখ অবস্থায় না পেলে সেক্ষেত্রে শিক্ষকগণের যেকোন শাস্তি অবনতচিওে মেনে নেবো ইত্যাদি।
আয়োজনেঃলায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ।
ফিরোজ নগর গান্ধীনা,কালিহাতী, টাংগাইল।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত