ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

মোঃ লিটন আহমেদ কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
নভেম্বর ১৯, ২০২৪ ৪:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ লিটন আহমেদ কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে বাবলু সিকদার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 

সোমবার ঢাকা একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪ টার দিকে বাবলু সিকদারের মৃত্যু হয়।

 

এ ঘটনায় সোমবার নিহতের পিতা কামাল হোসেন বাদী হয়ে কালিহাতী থানায় অভিযুক্ত হারুন মিয়াসহ ১৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন বলে কালিহাতী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানিয়েছেন।

 

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু সিকদার সখিপুর উপজেলা কালিয়ান গ্রামের মোঃ কামাল হোসেন ছেলে।

 

স্থানীয়রা জানান, নিহত বাবলু সিকদারের

মাটি ব্যবসায়িক ব্যবসা নিয়ে মনোমালিন্য চলছিল স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে।

 

ঘটনার দিন শনিবার বাবলু সিকদার কাজ শেষে বাজার থেকে ফিরে সন্ধ্যার পর বাড়িতে অবস্থান করছিলেন। মোবাইল ফোনে বাবলুকে বাড়ি থেকে ডেকে গান্ধিনা বাজারে নেয়।

 

পরে গান্ধিনা বাজারে ইসলামী এজেন্ট

ব্যাংক সামনে মা এন্টারপ্রাইজ দোকানে ভেতরে ঢুকিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে দুর্বৃত্তরা বাবলু সিকদারকে হাত পাসহ এলোপাথাড়ি কোপাতে শুরু করে।

 

এসময় বাবলুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তাকে ঢাকা একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে বাবলু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

 

কালিহাতী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পিতা কামাল হোসেন কালিহাতী থানায় বাদী হয়ে সখিপুর উপজেলা কালিয়ান গ্রামের বাকী মিয়ার ছেলে হারুন মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: