ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মো:রুবেল মিয়া জেলা প্রতিনিধি টাঙ্গাইল। 
নভেম্বর ৬, ২০২৪ ৪:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

মো:রুবেল মিয়া

জেলা প্রতিনিধি টাঙ্গাইল।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৫ নভেম্বর)উপজেলার দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে।নিহত নুরুল ইসলাম (৫৫) বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের ৫নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে। সখীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজুল হক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহতের মেয়ে নিপা আক্তারের দাবি,তার বাবা অপমান সইতে না পেরে রান্না ঘরের আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করেছে।নিপা আরও জানান, গত কয়েক মাস যাবত শিক্ষক ও স্থানীয় কয়েকজন আমার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে টাকা দাবি করছিল।কিন্তু আমার বাবা অস্বীকৃতি জানালে,তারা জানায় বাবাকে স্কুলে নানাভাবে হেনস্থা করা হবে।আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

উল্লেখ্য :গত ২৭আগষ্ট ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অভিভাবক – শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও মানববন্ধন করে।

 

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন জানান,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: