৩ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৬ টায় মিশর কায়রোতে নিম্ন উল্লেখিত রাসুলুল্লাহ ﷺ - এর হাদিসের প্রতিপাদ্যকে সামনে রেখে সেবা ও দাওয়া বিষয়ক মাহ্ফিল শুরু হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত, আর আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয়, যে আল্লাহর পরিবারের প্রতি সদাচারণ করে।” (তিরমিজী)
মাহ্ফিলে আলোচনা করেন মোহাম্মদপুর লালমাটিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মাসরুর সাহেব, আশ ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি জনাব নাসির সাহেব এবং হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান মাওলানা রজিবুল হক হাফি.। মাহফিলে বক্তাদের দাওয়া বিষয়ক আলোচনা শ্রোতাদের অন্তরে প্রবল প্রভাব ফেলেছে। আলোচনায় শ্রোতাদেরকে সেবা ও মানবতার প্রতি আগ্রহী করে তুলেছে । আলোচনায় শ্রোতাদেরকে সহজ করে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, সেবার মাধ্যমে মানুষ শুধু অন্যের উপকারই করে না, বরং আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত