মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি কৃষকলীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন, উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি নাশকতার মামলার আসামি বাশুরি গ্রামের তোফাজ্জল কাজীর ছেলে মনির হোসেন কাজী (৫৩), রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিব হোসেন হৃদয় (২৩), সদর ইউনিয়নের উজিয়াল খান গ্রামের উত্তম মৃধার ছেলে আবীর মৃধা (২২), সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের আজিজ খানের ছেলে মাহফুজ খান (২২), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (২০) ও অনিল দেবনাথের ছেলে বাধন দেবনাথ(১৯)।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, শনিবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত