মোঃ লালন শেখ (রাজবাড়ী জেলা )
রাজবাড়ীর কালুখালীতে অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের আঃ আজিজ মন্ডল তার নিজের ধান ক্ষেত দেখতে গিয়ে একটি অর্ধগলিত অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে কালুখালী থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় এসএসপি (পাংশা সার্কেল) দ্রেববত সরকার ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় আমরা সিআইডি কে খবর দেই। তারা এসে ফরেসনসিক আলামত সংগ্রহ করবেন। এরপর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।
স্থানীয়দের ধারনা লাশটি কয়েকদিন আগে হত্যা করে এই নির্জন মাঠের মধ্যে এনে ফেলে গিয়েছে। অজ্ঞাত মহিলার আনুমানিক বয়স হতে পারে ৩০-৩৫ বছর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।