ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারী বাসী ফেসবুক গ্রুপের ১০ বছর পূর্তি ও শরৎ ভিডিওগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতণ

Link Copied!

 

মোঃ মনিরুল ইসলাম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

“আমরা সাধারণে অসাধারণ কিছু করব” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম “ভূরুঙ্গামারী বাসী” ফেসবুক গ্রুপের ১০ বছর পূর্তি এবং শরৎ ভিডিওগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ অক্টোবর (বুধবার) দুপুরে তিলাই ইউনিয়ন পরিষদের শিশু পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী বিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক আবু সুফিয়ান পারভেজ।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ভূরুঙ্গামারী বাসী গ্রুপের সাফল্যের নতুন অধ্যায় উদ্বোধন করেন। গ্রুপের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন এডমিন নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিন্টু, প্রধান উপদেষ্টা ফরিদা ওহাবী, এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম, ফুলকুমার, আসাদুল, শুভ, এরশাদুল ইসলাম, সিমা খাতুন, আশা শেখ, আমির ফয়সাল, লাভলী খাতুন, ফারুক মিয়া, সবুজ খান, নুসরাত ফারিয়া সিনহা এবং আলমগীর হোসেন।

 

এডমিন প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম। তিনি গ্রুপের সদস্যদের সাফল্য ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এডমিন প্যানেলের সদস্যরা, যা গ্রুপের সাফল্য ও সদস্যদের উদ্যমের প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

 

এই আয়োজন ছিল ভূরুঙ্গামারী বাসী গ্রুপের সদস্যদের জন্য একটি স্মরণীয় দিন, যা তাদের একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা জুগিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: