ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামি জমজম ২ ভাই তোহা ও জোহা গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ 
অক্টোবর ১৬, ২০২৪ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তোহা এবং জোহা (২৪) নামের আপন দুই জমজ ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত সোমবার রাতে উপজেলার জগদ্দল পূর্ব পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক আসামিরা পাশ্ববর্তী জয়পুরহাট জেলার হরিপুর নামক এলাকার আব্দুর রশিদের ছেলে। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- গত আগষ্ট মাসের ১৪ তারিখে জমির আইল এর উপরে তাল গাছ রোপণ করেন হরিপুর এলাকার সুলতান আহমেদ নামের এক ব্যক্তি। তার জেরে আসামি তোহা এবং জোহা সুলতান আহমেদকে মাথায় রড দিয়ে আঘাত করে। পরবর্তীতে ১৮ তারিখে আহত অবস্থায় সুলতান আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. পরী বানু বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামী তোহা ও জোহাকে ধামইরহাট উপজেলার জগদ্দল এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নওগাঁ #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: