ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পূর্বে শত্রুতার জেরে জমির গামড় কাঁচা ধান কেটে বিনষ্ট করায় প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি অতঃপর থানায় অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ 
অক্টোবর ১১, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

 

নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে শীষ বের হওয়া প্রায় দেড় বিঘা জমির কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার সহরাই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার সহরাই গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে,পূর্বে শত্রুতার জের ধরে রবিবার মধ্য রাতে সহরাই গ্রামের মৃত খাইরুল বাশারের ছেলে মো. আব্দুর রব, মৃত আব্দুর রউফের ছেলে মো. সাব্বির হোসেন, মৃত একামুদ্দীনের ছেলে মো. শাহিন হোসেন, মৃত তজিবর রহমানের দুই ছেলে মো. সাইদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম সংঘবদ্ধ হয়ে আব্দুস সালামের পৈত্রিক প্রায় দেড় বিঘা জমির শীষ বের হওয়া কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়। এ বিষয়ে মো. আব্দুর রব ধান কাটার কথা অস্বীকার করে বলেন, সেখানে আব্দুস সালাম ধান রোপণ করলেও ওই জমি তার, নিজের জমির ধান সে কেন কাটতে যাবে। এ বিষয়ে তিনিও থানায় পৃথক অভিযোগ করবেন বলে জানান। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: