ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর চৌমাশিয়া ধুনজইল মোড়ে সড়ক দুর্ঘটনায় মনিরুল ও সরাফাত নামে ২ জন ছাত্রের মর্মান্তিক মৃত্যু 

উজ্জ্বল কুমার সরকার  নওগাঁ জেলা প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৪ ৬:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার

নওগাঁ জেলা প্রতিনিধি

 

নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়ার ধুনজইল মোড়ে, মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটো চার্জারের সাথে ধাক্কা খেয়ে মনিরুল ইসলাম (২৩) ও সারাফাত হোসেন (২২) নামের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সাবেক চিনি-মিল,ধনজইল মোড়ে। নিহত সারাফাতুল উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের ছাত্র পিতা মাহমুদুল হাসান ও মনিরুল ইসলাম উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের ছাত্র। সরেজমিনে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিহতরা নিজের কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে বাসায় আসছিল। এসময় নওহাটা মোড় পার হয়ে আসার পর ধনজইল মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে তারা ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সংবাদ পেয়ে সাথে সাথেই স্থানীয়রা নওহাটা মোড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: