ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্রে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে ঠাকুরগাঁও জেলা যুবদলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুরকে সভাপতি ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসাবে ২০১৮ সালেই এ কমিটির মেয়াদ শেষ হয়।
এ বিষয়ে বিলুপ্ত কমিটির সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর জানান ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও সংগঠনকে গতিশীল করতেই কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত