ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনকে কারাগারে প্রেরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ::
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ::

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণ করা হয়। আজ রোববার একটি হত্যা মামলায় তাকে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক নিত্যানন্দ সরকার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারগারে প্রেরনের আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, মাজহারুল ইসলাম সুজনকে গত ১১ সেপ্টেম্বর ঢাকায় গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে ব্যবসায়ি হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখল ও চাঁদা দাবির বিরুদ্ধে একমিট মামলা দায়ের করেন। অপরদিকে ফজলে আলম নামের এক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখিত ২ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে গত ৫ আগষ্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে সাবেক এই এমপি পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেবের ছিট চিলারং এলাকার বাড়িতে একটি ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে। আইনজীবীগণ জানান, দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আসামীপক্ষ থেকে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: