ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারী 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনিয়ম দুর্নীতি ও চাকুরি নিয়মিত করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্তকর্তা-কর্মচারিরা।

সোমবার ,৩০ সেপ্টেম্বর দুপুরে গ্রাহক সেবা চালু রেখে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র কাছে স্বারকলিপি প্রদান।

মানববন্ধনে তারা ,বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় ও সর্বরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছাড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্ত-কর্মচারিদের হয়রানির প্রতিবাদ এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সর্বরাহ। সকল অনিয়মিত চুক্তি ভিত্তিক কর্মচারিদের চাকুরিতে নিয়মিত করণের দাবী বাস্তবায়নের দাবি জানান।

 

এছাড়াও তাদের দুই দফা দাবি গুলোর মধ্যে, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারিদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য, দ্বৈতনীতির অবসানপূর্বক আরইবি-পবিস একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করার এবং শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য নিরসনে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি সংস্কারের মাধ্যমে সারা দেশের গ্রামীণ জনগোষ্ঠীর মৌলক চাহিদা নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।

 

দ্রুত সময়ে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির করার হুঁশিয়ারি দেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা।

 

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মাহফুজুর রহমান,ডিজিএম মো. বাচ্চু মিয়া,ডিজিএম (কারিগরি) মো. আতাউর রহমান, এজিএম (ওএন্ডএম) মো. বায়েজিদ হোসেন শাহ, এজিএম (আইটি) মো. মাহমুদুল হাসান মেহেদী সহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: