মোঃ লিটন আহমেদ, কালিহাতী প্রতিনিধি :
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষকদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলনের করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুল বাশার তারেক ও সিনিয়র সহকারী শিক্ষক আবুল খায়ের মো. ফেরদৌস।
লিখিত বক্তব্যে তারা বলেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম দুর্নীতির দায়ে সরকার পতনেরর পরপরই গা ঢাকা দিয়েছেন। তিনি বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়েছেন। এলেঙ্গা ও টাঙ্গাইল শহরের তিনি আলিশান বাড়ি তৈরি করেছেন। এছাড়াও দলীয় প্রভাব খাটিয়ে তিনি নিজের বোন জামাতাকে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকুরি দিয়েছেন।
লিখিত বক্তব্যে তারা আরো বলেন, বিদ্যালয়ের অর্থ তছরুপ করে ও কোন প্রকার হিসাবনিকাশ না দিয়ে সকল টাকা নিজের নামে ব্যাংকে রেখেছেন। বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে কোন প্রকার কমিটি তৈরি ও দরপত্র না দিয়ে নিজের খুশি মতো কাজ করিয়েছেন। বিদ্যালয়ে নবম শ্রেণির রেজিস্ট্রেশন বাবদ ১২০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও রসিদ ছাড়াই ৫’শ ও প্রাকটিকাল ফি বাবদ ৭-৮’শ টাকা করে আদায় করতেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নিজের পছন্দের মানুষকে বানাতেন। এছাড়াও উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিকট থেকে বেতন আদায় করতেন। তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতেন না।
তারা বলেন বিদ্যালয় থেকে পলায়ন করার সময় বিদ্যালয়ে চেকবই নিয়ে গেছেন। চেক বই না থাকায় বিদ্যালয়ের কাজ সমূহ করা কঠিন হয়ে পড়েছে। এমতো অবস্থায় প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতাসহ সকল অনিয়মের বিচার দাবি করেন।
এসময়